কৃষি দপ্তরে 222 জন লেকচারার নিচ্ছে এগ্রিকালচার রিকুটমেন্ট বোর্ডের মাধ্যমে।
রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর হওয়ার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি এগ্রিকালচার রিসার্চ সার্ভিস ARS-2021 ও সিনিয়র টেকনিক্যাল অফিসার 2021 পরীক্ষার মাধ্যমে 222 জন ছেলেমেয়ে নিচ্ছে।
নিয়োগ করা হবে এই সমস্ত শাখায় এগ্রিকালচার বায়োটেকনোলজি, এগ্রিকালচারাল এন্টোমোলজি, এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি,প্ল্যান্ট বায়ো কেমিস্ট্রি,প্লান্ট প্যাথলজি, প্লান্ট ফিজিওলজি,অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি,ইত্যাদি পদে।
মাস্টার ডিগ্রী কোর্স পাস সংশ্লিষ্ট শাখার মধ্যে আবেদন করতে পারবেন এবছরের ফাইনাল প্রার্থীরাও আবেদনযোগ্য। কোন শাখার জন্য কি কি বিষয়ের মাস্টার ডিগ্রী কোর্স করার যোগ্যতা বিস্তারিত ওয়েবসাইটে জানতে পারবেন ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে।
ARS-2021পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে।
STO-2021পদের বেলায় বয়স হতে হবে21 থেকে 35 এরমধ্যে।
NET-2021পদের বেলায় বয়স হতে হবে ন্যূনতম 21 বছর।
ওপরের সব ক্ষেত্রে বয়স গণনা হবে 01/01/ 2021 এর হিসাবে।
প্রার্থীবাছাই হবে এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিবে এগ্রিকালচারাল সাইন্টিস্ট রেক্রুটমেন্ট বোর্ড।
প্রথমে computer-based সিবিটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে 21 জুন থেকে 27 জুন পর্যন্ত।
পরীক্ষা কেন্দ্র গুলি হল ব্যারাকপুর, কলকাতা, ভুবনেশ্বর, গোয়াহাটি, পাটনা।
এই পরীক্ষাই 150 নম্বরের 150টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে।সময় থাকবে দু’ঘণ্টা এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 50% নাম্বার এবং ওবিসি 45%নাম্বার প্রতিবন্ধী ও তপশিলি হলে 40% নম্বর পেলে তবেই সফল বলে গণ্য হবে।
দরখাস্ত করতে পারবেন অনলাইনে 25 এপ্রিল পর্যন্ত এই ওয়েবসাইটে www.asrb.org.in/www.icar.org.in
This web site truly has all the information and facts I wanted about
this subject and didn’t know who to ask.
Hi friends, its wonderful post on the topic of tutoringand
completely defined, keep it up all the time.
I loved as much as you’ll receive carried out right here.
The sketch is attractive, your authored subject matter stylish.
nonetheless, you command get got an shakiness over that you wish
be delivering the following. unwell unquestionably come
further formerly again since exactly the same nearly a lot often inside case
you shield this hike.
You actᥙally make it seem so easy with your presentation butt I fiіnd this topic to be actually somerthing which I
thik I would never understand. It seens too complicated and very broad
forг me. I’m looking fօrward for ypur next post,I
will try tto get the hang oof it!
Thanks for a maгvеlous posting! I genuinelү enjoyed reading it,
yoᥙ may be a great author. I will bbe sure to
bookmark your blog and definiteⅼy will come back in the future.
I want to encourage you to ultiomately continue your great
job, have a nice afternoon!