গ্রুপ সি ও গ্রুপ ডি পদে রেলে নিয়োগ প্রায় 3 লক্ষ পদে জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে রেলের শূন্যপদ প্রায় ২লক্ষ ৮০ হাজার সম্পত্তির লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
এ প্রসঙ্গে লোকসভায় রেলমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন যে বিভিন্ন ক্যাটাগরির একাধিক শুন্য পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।সব মিলিয়ে প্রায় 2 লক্ষ 80 কাছাকাছি।
এতে প্রশ্ন উঠছে তবে বাকি শূন্যপদ গুলির ভবিষ্যৎ কি? সেগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে?উল্লেখ্য 2020 সালের 31 শে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন জনের শূন্য পদের সংখ্যা প্রকাশ করতে চলেছে রেলমন্ত্রক।সম্প্রতি লোকসভায় এই সংক্রান্ত যে তালিকা পেশ করেছেন রেলমন্ত্রক তাতে দেখা গেছে যে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে সারাদেশে মোট শূন্যপদ সংখ্যা দু’লক্ষ 79 হাজার 22টি।
উত্তর রেলের 38 হাজার 448 টি এবং মধ্য রেলের 2020 সালের 31ডিসেম্বরের পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি তে শূন্য পদ রয়েছে 26 হাজার 957 টি এ ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে পূর্ব রেলওয়ে সেখানে 26 হাজার 260 শূন্য পদ রয়েছে ।
রেল মন্ত্রকের আওতায় থাকা কলকাতা মেট্রোরেল এর শূন্য পদ রয়েছে 779 টি এবং লোক সভায় পেশ করা লিখিত জবাবে এই তথ্যগুলি জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল এ প্রশ্নের জবাবে নিয়োগ-প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে উত্তর দিয়েছেন-
2019 সালের সালের গ্রুপ সি 1000 এবংগ্রুপ ডি 35000 শূন্য পদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেল সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে।
2 thoughts on “গ্রুপ সি ও গ্রুপ ডি পদে রেলে নিয়োগ প্রায় 3 লক্ষ পদে নিয়োগ”
মোছা:নিপা আক্তার
আমি একটি রেলওয়ে যেকোনও ডিপাটমেনট এ কাজ করতে চাই,,,,,আমি একাদশ শ্রেণিতে পড়ি,,বিভাগ বিজ্ঞান,,,, প্লিজ একটু সাহায্য করেন?
আমি একটি রেলওয়ে যেকোনও ডিপাটমেনট এ কাজ করতে চাই,,,,,আমি একাদশ শ্রেণিতে পড়ি,,বিভাগ বিজ্ঞান,,,, প্লিজ একটু সাহায্য করেন?
diploma cst jobs?