চোখের আলো'(Chokher Aalo) প্রকল্পের শিবির(Camp)

সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যজুড়ে মানুষের অন্ধত্ব ঘোচাতে শুরু হতে চলেছে ‘চোখের আলো'(Chokher Aalo) প্রকল্পের শিবির(Camp) যা করা হবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মানুষের চোখের দৃষ্টি ফেরাতে ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত(Gram Panchayat) এলাকায় ‘চোখের আলো’ প্রকল্পের শিবির করে চোখ অপারেশন ও চশমা বিতরণের কাজ করবে রাজ্য স্বাস্থ্য দফতর।

Lakshmi-Bhandar-Scheme

রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় কমপক্ষে একটি করে শিবির করা হবে। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে পারবেন সাধারণ মানুষ। বিনামুল্যে সেখান থেকে মিলবে চশমাও। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই সব শিবিরে চোখের ছানি অপারেশন হবে। অপারেশনে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। চোখে ছানির ফলে যাঁরা দৃষ্টিশক্তি হারাতে বসেছেন, তাঁদের চিহ্নিত করে নিকটবর্তী কোনও সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে। অথবা কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অপারেশনের ব্যবস্থা করবে স্বাস্থ্য দফতর। চোখের পাওয়ার কমে যাওয়া এবং অন্যান্য চক্ষুরোগেরও চিকিত্‍সার ব্যবস্থাও থাকবে। এই অভিযান সফল করতে গ্রামাঞ্চলে নজরদারি চালাবেন বিডিও(BDO)-রা।

Apply for Duare Tran in West Bengal 2021

Lakshmi-Bhandar-Scheme
Lakshmi-Bhandar-Scheme

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *