পশ্চিমবঙ্গের 5 কেন্দ্রে আর্মির র্যালি শুরু 21 আগস্ট থেকে।
ভারতীয় স্থলবাহিনীর অধীন পশ্চিমবঙ্গের ব্যারাকপুর,বহরমপুর,শিলিগুড়ি,কলকাতা ও শিলিগুড়ি সিকিম আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে ওই পাঁচটি কেন্দ্রের হওয়ার রেলির তারিখ ঘোষণা করল আর্মি রিক্রুটমেন্ট অফিস, নেয়া হবে যে সমস্ত পদে সেগুলি হল সোলজার টেকনিকেল, সোলজার ক্লার্ক, স্টোরকিপার, সোলজার জেনারেল ডিউটি ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট,সোলজার নার্সিং ইত্যাদি পদে সরাসরি নিয়োগ।military 2021
কোন জেলার প্রার্থীদের কবে থেকে রেলি হবে তার বিস্তারিত তারিখ গুলি হল।
1)Barrackpore Army rally 2021 ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের বেলায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হুগলি,বাঁকুড়া, পুরুলিয়া,জেলার প্রার্থীরা যোগ্য।র্যালি হবে এ বছর 21 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত।
2)Berhampur Army rally 2021 বহরমপুর ব্রাঞ্চ রিকুটমেন্ট অফিসের বেলায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,নদীয়া জেলার প্রার্থীরা যোগ্য। র্যালি হবে এ বছর 16 নভেম্বর থেকে 27 শে নভেম্বর পর্যন্ত।

3)Siliguri Army rally 2021 শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের বেলায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার,মালদা,কালিংপং, উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর, ও কোচবিহার জেলার প্রার্থীরা যোগ্য।র্যালি হবে 2022 সালের 12 জানুয়ারি থেকে 23 শে জানুয়ারি পর্যন্ত।
4)Kolkata Armyকলকাতা হেড কোয়াটার এর বেলায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম,হাওড়া,কলকাতা, দক্ষিণ 24 পরগনা,ইত্যাদি জেলার প্রার্থীরা যোগ্য।র্যালি হবে 2022 সালের 1 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত।

5)শিলিগুড়ি(সিকিম) আর্মি রিক্রুটমেন্ট অফিসের বেলায় পশ্চিমবঙ্গের পূর্ব সিকিম,উত্তর সিকিম, দক্ষিণ সিকিম, জেলার প্রার্থীরা যোগ্য। র্যালি হবে এবছরের 5অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত।
এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in রেজিস্ট্রেশন করার পর এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
Notification–Click here>>military 2021
র্যালি শুরু হওয়ার এক সপ্তাহ আগে এডমিট কার্ড রেজিস্টার ই-মেইলে পাঠানো হবে তখন ইমেইল থেকে ডাউনলোড করে নেবেন ওই এডমিট কার্ড নিয়ে প্রার্থী সরাসরি র্যালি অংশগ্রহণ করতে পারবে।military 2021
আরো চাকরির খবরা খবর পেতে এখানে ক্লিক করুন।

শিক্ষাগত যোগ্যতা-
1)সোলজার জেনারেল-
সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো অন্তত 45%নাম্বার নিয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর নিয়েপাশ করে থাকলে যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন তবে তাদের বেলায় ও মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকতে হবে।

বয়স:- বয়স হতে হবে সাড়ে 17 থেকে 21 বছরের মধ্যে।
শরীরের মাপজোক- শরীরের মাপজোক লম্বায় অন্তত 169 সেমি।বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি আর ওজন হতে হবে অন্তত 50 কেজি।তপশিলি উপজাতি হলে 45কেজি।
আরো চাকরির খবরা খবর পেতে এখানে ক্লিক করুন।
2)সোলজার টেকনিক্যাল-
সোলজার টেকনিক্যাল পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে-ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি, অন্যতম বিষয় হিসাবে নিয়ে সাইন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে ও প্রতিটি বিষয় অন্তত 40 % নম্বর পেয়ে থাকেলে এই পদের জন্য যোগ্য।
বয়স:-বয়স হতে হবে সাড়ে 17 থেকে 23 বছরের মধ্যে।
শরীরের মাপজোক- শরীরের মাপজোক লম্বায় অন্তত 169 সেমি।বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি আর ওজন হতে হবে অন্তত 50 কেজি।তপশিলি উপজাতি হলে 45কেজি।

আরো চাকরির খবরা খবর পেতে এখানে ক্লিক করুন।
3)সোলজার টেকনিক্যাল(অ্যাভিয়েশন/অ্যামিউনিশন)-
সোলজারটেকনিক্যাল(অ্যাভিয়েশন/অ্যামিউনিশন)পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে-ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি, অন্যতম বিষয় হিসাবে নিয়ে সাইন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে ও প্রতিটি বিষয় অন্তত 40 % নম্বর পেয়ে থাকেলে এই পদের জন্য যোগ্য।
বয়স:-বয়স হতে হবে সাড়ে 17 থেকে 23 বছরের মধ্যে।
শরীরের মাপজোক- শরীরের মাপজোক লম্বায় অন্তত 169 সেমি।বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি আর ওজন হতে হবে অন্তত 50 কেজি।তপশিলি উপজাতি হলে 45কেজি।
4)সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট –
সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে-ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি, অন্যতম বিষয় হিসাবে নিয়ে সাইন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে ও প্রতিটি বিষয় অন্তত 40 % নম্বর পেয়ে থাকেলে এই পদের জন্য যোগ্য।
বয়স:-বয়স হতে হবে সাড়ে 17 থেকে 23 বছরের মধ্যে।
শরীরের মাপজোক- শরীরের মাপজোক লম্বায় অন্তত 169 সেমি।বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি আর ওজন হতে হবে অন্তত 50 কেজি।তপশিলি উপজাতি হলে 45কেজি।
5)সোলজার ক্লার্ক স্টোরকীপার টেকনিক্যাল-
সোলজার ক্লার্ক স্টোরকীপার টেকনিক্যাল পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে- সাইন্স আর্টস ও কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে ও প্রতিটি বিষয় অন্তত 50 % নম্বর পেয়ে থাকেলে এই পদের জন্য যোগ্য।
বয়স:-বয়স হতে হবে সাড়ে 17 থেকে 23 বছরের মধ্যে।
শরীরের মাপজোক- শরীরের মাপজোক লম্বায় অন্তত 162 সেমি।বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি আর ওজন হতে হবে অন্তত 50 কেজি।তপশিলি উপজাতি হলে 45কেজি।
6)সোলজার ট্রেডসম্যান –
সোলজার ট্রেডসম্যান পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে- মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয় অন্তত 33 % নম্বর পেয়ে থাকেলে এই পদের জন্য যোগ্য।
বয়স:-বয়স হতে হবে সাড়ে 17 থেকে 23 বছরের মধ্যে।
শরীরের মাপজোক- শরীরের মাপজোক লম্বায় অন্তত 169 সেমি।বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি আর ওজন হতে হবে অন্তত 50 কেজি।তপশিলি উপজাতি হলে 45কেজি।
এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in রেজিস্ট্রেশন করার পর এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
Notification–Click here>>military 2021
*এখনো নাম রেজিস্ট্রেশন শুরু হয়নি।শুরু হলে আপডেট দেওয়া হবে myonlinegovtjobs.com
আরো চাকরির খবরা খবর পেতে এখানে ক্লিক করুন।
-
5806 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ। 5806Trained Graduate Teacher jobs.
- UP Police Sub Inspector Confidential and Asst. Sub Inspector Clerk / Accountant Recruitment for 1277 Post 2021
- Sarva Shiksha AbhiyanTrained Graduate Teacher 5807post Recruitment 2021
- UPPSC Medical Officer Various Post Online Form 2021 Last Date : 25/06/2021
- DSSSB TGT Teacher Online Form 2021 Last Date : 03/07/2021
- Airforce AFCAT 02/2021 Online Form 2021 Last Date : 30/06/2021
- Indian Army SSC Technical Online Form 2021 Last Date : 23/06/2021