পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাশের CSIR গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ ওয়েস্টবেঙ্গল গভমেন্ট জব 2022

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাশের সিএসআইআর গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ ওয়েস্টবেঙ্গল গভমেন্ট জব 2022

চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের সিএসআইআর অফিসের গ্রুপ ডি নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।

পদের নামজুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএএন

শূন্যপদ- 6টি

শিক্ষাগত যোগ্যতা যেকোন শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে হবে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।

মাসিক বেতন30000 টাকা

বয়স সীমা 27 বছরের মধ্যেই বয়স হতে হবে।

পদের নাম –জুনিয়ার স্টেনোগ্রাফার।

শূন্য পদ -4টি।

শিক্ষাগত যোগ্যতা-যে কোন অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা 27 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন38000/-টাকা,

আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে

অনলাইনে আবেদন করার শেষ তারিখ-24- 8-2022 তারিখ পর্যন্ত,

ওয়েবসাইটের লিংক- https://ibpsonline.ibps.in/csiricbjul22/

NOTIFICATION— Download>>

 

SSC Junior Hindi Translator
SSC Junior Hindi Translator

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *