রাজ্যে WBHRB মাধ্যমে 4000 শূন্য পদে নিয়োগ, চার হাজারেরও বেশি পদে ফুড সেফটি অফিসার নিয়োগ,Food Safety officers recruitment 2022
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, চার হাজারেরও বেশি শূন্যপদে ফুড সেফটি অফিসার ও চিকিৎসা ফার্মাসিস্ট দপ্তরে কর্মী নিয়োগ এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল।প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23 টি জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন।
একাধিক পদে নিয়োগ চলছে সেই পদের নামগুলি হলো – ফুড সেফটি অফিসার,হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জি ডি এম ও, মেডিকেল অফিসার, লাইব্রেরিয়ান, সিরিয়ার জুনিয়ার সাইন্টিফিক অফিসার, পাবলিক অ্যানালিসিস, লেকচারার, রেডিয়েশন সেফটি, প্রিন্সিপাল, ডাইরেক্টর ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।
উল্লেখিত পদগুলির মোট শূন্যপদ –4000+টি।
শিক্ষাগত যোগ্যতা -সর্ব নিম্ন মাধ্যমিক পাশ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়স সীমা – 18থেকে 40 এরমধ্যে। বয়স হতে হবে 1/1/ 22 তারিখ অনুযায়ী,
মাসিক বেতন –15500/- থেকে 45500/- টাকা।
1102 কে সিডিএম এর পদের সদস্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শুক্রবারে সম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের হাতে, খুব শীঘ্রই রাজ্যের বিজ্ঞপ্তি বেরোবে। বিজ্ঞপ্তি বেরোতে পারে সিরিয়ার আয়ুর্বেদিক মেডিকেল অফিসার শ্যামাদাস বিভিন্ন কলেজ ও নার্সিং এর সিনিয়র লেকচারার লিডার এবং ডাইরেক্টর অফ ড্রাগস নিয়োগ এর প্রায় 1300জি ডি এম ও নিয়োগ করা হবে।
ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া বিভিন্ন ক্যাডারের মধ্যে যে ক’টি পদে চাকরির আবেদন সবচেয়ে বেশি হয়েছে সেগুলি হল ফুড সেফটি অফিসার ফার্মাসিস্ট লাইব্রেরিয়ান ইত্যাদি।
নিয়োগের বিষয়ে শনিবার এইচআর ডাইরেক্টর সুদীপ্ত রায় বলেছেন যে,সমস্ত বিষয়ে খুটিনাটি যাচাই করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং এও বলেছেন যে নিয়োগ স্বচ্ছতার সাথে করতে হবে ও সমস্ত নিয়োগ পুজোর আগেই শেষ করতে হবে।
চাকরিও কাজের আপডেট পেতে অবশ্যই আমাদের YOUTUBE চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিচে আমাদের ইউটিউব ভিডিও দেওয়া আছে এটি দেখুন।
- Food Safety officers recruitment 2022
- রাজ্যে WBHRB মাধ্যমে 4000 শূন্য পদে নিয়োগ
- Wb govt job vacancy 2022
- WB Health Recruitment 2022
- WB Group C Recruitment 2022
- WB হেলথ স্টাফ নার্স নিয়োগ
- GNM
- B.sc নার্স নিয়োগ
- WB health recruitment 2022
- Upcoming WB Govt Jobs