ITBP Constable Recruitment 2022, Apply for 108 Postsমাধ্যমিক পাশে

মাধ্যমিক পাশে আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আইটিবিপি রেক্রুটমেন্ট 2022 অনলাইন এপ্লাই,

ITBP Constable Recruitment 2022, Apply for 108 Posts

চাকরি প্রার্থীদের জন্য সুখবর আইটিবিপি(ITBP) এর মাধ্যমে কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,মাধ্যমিক পাশের ভারতীয় নাগরিক এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন ছেলে মেয়ে উভয়।itbp recruitment 2022

পদের নাম– কনস্টেবল,

শূন্যপদ-108 টি,

পদের নাম-কার্পেন্টার, মেশিন, প্লাম্বার।

শিক্ষাগত যোগ্যতা-মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে এক বছরে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে প্রার্থীদের।

18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।

মাসিক বেতন-21700 থেকে 69 100 টাকা।

আবেদন পদ্ধতি-অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করার শেষ তারিখ 17 /09/ 2022 তারিখ পর্যন্ত।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি শারীরিক দক্ষতা লিখিত পরীক্ষা মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন শুরুঃ 19- 8-2022 তারিখ থেকে আবেদন চলবে 7-9-2022 তারিখ পর্যন্ত।

ওয়েবসাইটের লিংক-https://recruitment.itbpolice.nic.in/

বিজ্ঞপ্তির লিংক- Download>>

itbp recruitment 2022

ITBP Constable Recruitment 2022, Apply for 108 Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *