2500 জন কলকাতা পুলিশে কনস্টেবল ও সার্জেন্ট এস.আই. নিয়োগ।
Kolkata Police 162 Years of Service
The pace of change is breathtaking. The challenges are exciting. Kolkata Police has the courage to face them. And the vision. We are preparing for the future with new skills. New technologies. New attitudes. We won’t just stand at ease. It’s forward march to a great tomorrow. In step with the citizens of Kolkata. Keeping pace with the world.
কলকাতা পুলিশে প্রায় 2500 জন লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে জানান মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশে বিভিন্ন পদে 2500 জন লোক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই সব পদে লোক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
কোন কোন পদে লোক নিয়োগ হবে কবে বিজ্ঞপ্তি বেরোবে তা রিক্রুটমেন্ট বোর্ড ঠিক করবে।নবান্ন সূত্রে খবর কলকাতা পুলিশে প্রায় 2500 জন লোক নিয়োগ করা হবে।তার মধ্যে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের শূন্যপদ আছে প্রায় 1800টি, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে শূন্য পদ আছে 700টি, ড্রাইভার পদে ও কিছু শূন্যপদ এবার পূরণ করা হবে’।

রাজবংশী,তপশিলি উপজাতি, অন্তত 160 সেমি, বুকের ছাতি নাফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81সেমি।ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পুলিশ ড্রাইভার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক মাপজোক হতে হবে -ক্লাসএইট পাশরা আবেদন করতে পারবেন ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।শারীরিক মাপজোক হতে হবে- -167সেমি।ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মূল মাইনে-5400/- থেকে 25000/-টাকা ও গ্রেডপে-2600/-টাকা।






Therre is ceгtainly a great dal to lеarn about tһіs subject.
І ⅼove alll of thе points you made.