SBI Clerk Exam : ক্লার্ক পদে নিয়োগ করবে SBI, আবেদনের শেষ তারিখ কবে ?

Table of Contents

SBI-এর ক্লার্ক পদে পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৭ এপ্রিল থেকে।

আবেদনের শেষ তারিখ আগামী ১৭ মে পর্যন্ত রয়েছে। ২৬ এপ্রিল অফিশিয়াল সাইটে ব্যাঙ্কের নোটিফিকেশন জারি করেছে ব্যাঙ্ক।

Name of Post:

State Bank SBI Clerk Recruitment 2021 Apply Online for 5000 Post

Post Date :-26 April 2021 | 09:58 PM

Last Date for Apply Online : 20/05/2021
Last Date for Pay Exam Fee : 20/05/2021
Application Fee-General / OBC / EWS : 750/-,SC / ST / PH: 0/-
*Pay the Examination Fee Through Online Fee Mode Debit Card, Credit Card, Net Banking Only.
Age Limit as on 01/04/2021

Minimum Age : 20 Years. Maximum Age : 28 Years.

EligibilityPassed / Appearing Bachelor Degree in Any Stream in Any Recognized University in India.Knowledge of Local Language

State Bank of India (SBI)

SBI Junior Associate Clerk (Customer Sales & Support) Recruitment 2021

Advt No. : CRPD/CR/2021-22/09 Short Details of Notification

Exam Date Prelim: June 2021

ক্লার্ক পদে নিয়োগ করবে State Bank Of India(SBI)আবেদনকারীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে ঢুকলেই ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশন।

রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ তারিখ -SBI-এর ক্লার্ক পদে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৭ এপ্রিল থেকে। আগামী ১৭ মে পর্যন্ত রয়েছে আবেদনের শেষ তারিখ। ২৬ এপ্রিল অফিশিয়াল সাইটে ব্যাঙ্কের নোটিফিকেশন জারি করেছে কোম্পানি।

কবে হতে পারে পরীক্ষা ?

SBI ক্লার্ক-এর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে জুনের মধ্যে। পাশাপাশি মেইন পরীক্ষা হতে পারে ৩১ জুলাই।

কতজনকে নিয়োগ করবে SBI  ?

ক্লারিক্যাল পদে ৫০০০ রেগুলার পোস্টে নিয়োগ করবে ব্যাঙ্ক। পাশাপাশি ২৩৭টি ফাঁকা পদেও হবে নিয়োগ। ব্যাঙ্কের কাস্টমার সাপোর্টের জন্য এই জুনিয়র অ্যাসোসিয়েটদের পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেবল কোনও একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রিলিম, মেইন ছাড়াও স্থানীয় ভাষা সম্পর্কে পরীক্ষা নেবে এসবিআই। প্রিলিম, মেইনে উতরে গেলেও ল্যাঙ্গোয়েজ টেস্ট মাস্ট। স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ না করলে নিয়োগে আটকে যাবেন প্রার্থী।

এই পদে বয়সসীমা?

স্টেট ব্যাঙ্কের ক্লার্কের পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ২০-২৮ বছরের মধ্যে বয়স হতে হবে।

   

 

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীর। যাঁরা স্নাতক হননি তবে ফাইনাল ইয়ার বা শেষ সেমেস্টারে রয়েছেন, আবেদন করতে পারবেন তাঁরাও। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পাসআউট সার্টিফিকেট জমা দিতে হবে তাঁদের। ক্লারিক্যাল পদের পরীক্ষায় পাশ করলে ৬ মাসের প্রবেশন পিরিয়ড কাটাতে হবে সদ্য নিযুক্ত ক্লার্কদের।

SBI-এর ক্লার্ক পদে বেতন কাঠামো

স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে নিযুক্ত হলে কর্মীর মাসিক বেতন হবে ২৯,০০০ টাকা। তবে এটা মুম্বইয়ের মতো মেট্রো শহরের ক্ষেত্রে প্রযোজ্য। এই বেতনের মধ্যেই ডিএ ও অন্যান্য অ্যালাউন্স দেওয়া থাকবে। জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডারদের জন্যই এই বেতন নির্ধারিত হয়েছে।

Apply Online

Click Here

How to Fill Form (Video Hindi)

Click Here

Download Notification

Click Here

Download Pattern / Syllabus

Click Here

Official Website

Click Here

Apply Online-Click Here

official website-www.sbi.co.in

Download Notification-Click Here

1 thought on “SBI Clerk Exam : ক্লার্ক পদে নিয়োগ করবে SBI, আবেদনের শেষ তারিখ কবে ?”

  1. Türkiye de herkes youtube abone satın almak için takip2018.com
    u tercih ediyor, Youtube abone seçenekleri türk ve yabancı paketler bulunmaktadır.

    Hemen sizleride sitemize bekliyoruz

    Ayrıca paketleri inceleyerek düşmeyen takipçi
    satın alma seçenekleride bulabilirsiniz, Hatta ve hatta 8 tl ye bile instagram takipçi satın alabilirsinizz https://www.takip2018.com/‘ U Herkes
    tercih ediyor!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *