WB Primary TET Result নিয়ে অবশেষে এলো গুরুত্বপূর্ণ আপডেট! রেজাল্ট কি ভাবে দেখবেন? জেনে নিন wbbpe.org

WB Primary TET Result 2022 অথবা প্রাইমারি টেট পরীক্ষার ফল খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। পর্ষদ (WBBPE) সভাপতি গৌতম পাল (Gautam Paul) গত ১১ ডিসেম্বর TET পরীক্ষা শেষ হওয়ার পর জানিয়েছিলেন যে, টেটের ফল যতটা তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করে দেওয়া হবে।
পর্ষদ সভাপতি এবং আধিকারিকরা এই ফলপ্রকাশ নিয়ে জরুরী বৈঠকও সেরে ফেলেছেন। সেই বৈঠকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ওয়েবসাইটেও রেজাল্টের অপশন দেওয়া হয়েছে। wbbpwonline.com-এ সেই লিংক সমস্ত রেজাল্ট আপডেট হওয়ার পর কাজ করবে।