WBPRB SI result: সাব ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল প্রকাশিত, কীভাবে দেখবেন জানুন
উত্তীর্ণ প্রাথীদের এসআই নম্বর (Sl. Number) অনুসারে অফিসিয়াল ওয়েবসাইটে একটি তালিকা দেওয়া হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-এর (WBPRB) অফিসিয়াল ওয়েবসাইটে সাব ইন্সপেক্টর (sub-inspector) পদের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করেছে। সাব ইন্সপেক্টর সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনীর (armed branch & unarmed branch) ২০১৯ সালের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। ফলাফল জানাতে www.wbpolice.gov.in -এ যেতে বলা হয়েছে।
উত্তীর্ণ প্রাথীদের আবেদন পত্রের এসআই নম্বর (Sl. Number) অনুসারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি তালিকা দেওয়া হয়েছে.
সাব ইন্সপেক্টর সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনীর পরীক্ষায় প্রতিটি ক্যাটাগরির পার্সোনালিটি টেস্টের থেকে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হল।
ডব্লুউবিপিআরবি সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বোর্ড: মোট নম্বর
UR ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যাক্রমে মোট নম্বর ১৫৪.২, ১৩০.৮।
SC ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যাক্রমে মোট নম্বর ১৪০.৯, ১০৭.৭।
ST ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যাক্রমে মোট নম্বর ১৩৫.২, ১১৯।
OBC-A ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যাক্রমে মোট নম্বর ১৪৪.২, ১০৮।
OBC-B ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যাক্রমে মোট নম্বর ১৪৯.৬, ১০৯.৯
ডব্লুউবিপিআরবি সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বোর্ড: কীভাবে দেখতে হবে?
স্টেপ-১ অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in এ যেতে হবে।
স্টেপ-২ এরপর এসআই ফাইনাল রেজাল্ট (SI final result) অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-৩ এবার একটি পেজে নির্বাচিত প্রার্থীদের নামের একটি পিডিএফ ফাইল দেখতে পাওয়া যাবে।
স্টেপ-৪ সেটাকে ডাউনলোড করতে হবে, এবং রেফারেন্সের জন্য একটি হার্ড কপি নিজের কাছে রাখতে হবে।
এই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো। অনেক চাকরি প্রার্থী একই নম্বর পেয়ে টাই করেছেন। এ ক্ষেত্রে কম্বাইন্ড কমপিটিটিভ এক্সাম-এ (Combined Competitive Examination) চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তখনও যদি টাই হয়, সেক্ষেত্রে বেশি বয়সের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
-
দশ লক্ষ চাকরি দেবে রিলায়েন্স রিটেল, তিন গুন বাড়বে ব্যবসা, ঘোষণা মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল (Reliance Retail)
-
পড়ুয়াদের সুখবর ঋণের সর্বোচ্চ সীমা ১০ লক্ষ, বুধবার থেকে পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেবে রাজ্য
-
Bihar BPSC AAO Recruitment 2021 Apply Online Form
-
UPSC Civil Services Recruitment Civil Services IAS Result, Interview Schedule 2021



After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.